সঠিক উত্তর হচ্ছে: রাজা + ঋষি
ব্যাখ্যা:
অ-কার কিংবা আ-কারের পর ঋ-কার থাকলে উভয়ে মিলে \'অর\' হয় এবং তা রেফ রূপে পরবর্তী বর্ণের সাথে লেখা হয়।
যেমন-
রাজা + ঋষি = রাজর্ষি
মহা + ঋষি = মহর্ষি
উত্তম + ঋণ = উত্তমর্ণ
অধম + ঋণ = অধমর্ণ ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।