সঠিক উত্তর হচ্ছে: বিশ্বব্যাংক
ব্যাখ্যা: সুশাসনের জন্য সরকারি ব্যবস্থাপনার কথা বিশ্বব্যাংক বলেছে। ১৯৯৪ সালে বিশ্বব্যাংকের \'শাসনঃ বিশ্বব্যাংকের অভিজ্ঞতা\' রিপোর্টে চারটি কার্যক্রম দ্বারা সুশাসনকে ব্যাখ্যা করা হয়। ১।সরকারি খাতে ব্যবস্থাপনা ২। জবাবদিহিতা ৩।উন্নয়নের জন্য আইনী কাঠামো ৪। স্বচ্ছতা ও তথ্য [সূত্রঃ পৌরনীতি ও সুশাসন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়]