সঠিক উত্তর হচ্ছে: ১২০০
ব্যাখ্যা: মোট ১৩৮টি রাষ্ট্রে এই স্থানগুলো অবস্থিত।\n\nইউনেস্কোর নীতি অনুসারে প্রতিটি ঐতিহ্যবাহী স্থানের একটি পরিচয়বাহী নম্বর দেওয়া হয়। বর্তমানে এই নম্বরের সংখ্যা ১২০০ ছাড়িয়ে গেছে যদিও স্থানের সংখ্যা আরও কম। প্রতিটি ঐতিহ্যবাহী স্থানের সমুদয় সম্পত্তি ও জমির মালিক ঐ স্থানটি যে দেশে অবস্থিত সেই দেশ। সোর্সঃ উইকিপিডিয়া