সঠিক উত্তর হচ্ছে: এন্টি ভাইরাস
ব্যাখ্যা: ইউটিলিটি সফটওয়্যার হলো এক ধরনের সিস্টেম সফটওয়্যার যা কম্পিউটার সিস্টেম এর কার্যকারিতা পরিচালনা, কম্পিউটার কনফিগার অপটিমাইজ (optimize) এবং বিভিন্ন রকম সমস্যার সমাধান এবং রক্ষণাবেক্ষণ করতে অপারেটিং সিস্টেমকে সাহায্য করে।\nকয়েকটি ফেমাস utility program এর নাম হলঃ\nAntivirus Programs, File Manager, Backup Software, Registry Cleaner, Screen Saverser, Disk Checker, Disk Defragmenter ইত্যাদি\n\n[তথ্যসূত্রঃ একাদশ-দ্বাদশ শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান]