নিচের অপশন গুলা দেখুন
- শেষের কবিতা
- দিবারাত্রির কাব্য
- খেলারাম খেলে যা
- শ্রীকান্ত
‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রোমান্টিক উপন্যাস। এটি প্রকাশিত হয় ১৯২৯ সালে। এটি একটি কাব্যোপন্যাসও।
উপন্যাসটির অন্যতম প্রধান চরিত্র - অমিত ও লাবণ্য।
উপন্যাসের কতিপয় বাক্য আজ প্রবাদের মর্যাদা পেয়েছে।
যেমন: \"ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী।\"
এই উপন্যাসের বিখ্যাত উক্তিঃ
- পুরুষ আধিপত্য ছেড়ে দিলেই মেয়ে আধিপত্য শুরু করবে।\'
- বিধাতার রাজ্যে ভালো জিনিস অল্প হয় বলেই তা ভালো।
- ভালোবাসা খানিকটা অত্যাচার চাই অত্যাচার করেও।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।