সঠিক উত্তর হচ্ছে: ‘হ্যা’ বোধক
ব্যাখ্যা: ‘না’ অব্যয়সূচক শব্দের বিভিন্ন অর্থে ব্যবহার: → নিষেধ অর্থে: এখন যেয়ো না। → অভাব অর্থে: না আছে বিদ্যা না আছে বুদ্ধি। → আধিক্য অর্থে: কত না ধন এ জগতে। → তুলনা অর্থে: তিনি যাবেন, না হয় আমি যাব। → বিকল্প অর্থে: কোনো না কোনো।