সঠিক উত্তর হচ্ছে: মায়া
ব্যাখ্যা: কুহক শব্দের সমার্থক শব্দ গুলো হল- মায়া, ভেল্কি, ইন্দ্রজাল, ছল, প্রতারণা, ভ্রম\nআলেয়া, জাদু।\nকুহক হচ্ছে বিশেষ্য পদ।\nকুহক শব্দের স্ত্রী বাচক শব্দ হচ্ছে কুহকী, মায়াবী, ঐন্দ্রজালিক, জাদুকর, স্ত্রী. কুহকিনী।\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ বই ]