সঠিক উত্তর হচ্ছে: অস্ট্রিক
ব্যাখ্যা: বাঙালি জাতিকে সংকর জাতি মনে করা হয় যা আদি অষ্ট্রেলীয় নরগোষ্ঠীর অন্তর্গত। ইন্দোচীন থেকে অষ্ট্রেলীয় নরগোষ্ঠীর একটি শাখা অস্ট্রিক প্রাক আর্য যুগে বাংলায় বসতি স্থাপন করে। এই অস্ট্রিক নরগোষ্ঠী থেকেই বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে। অস্ট্রিক নরগোষ্ঠীর সাথে দ্রাবিড় ও আর্য জাতির সংমিশ্রণে বাঙালি জাতি গড়ে উঠেছে। তবে ইতিহাসের নানা পর্যায়ে বাঙালি রক্তপ্রবাহে ভোটচীনীয়, ককেশীয়, ইংরেজ, পর্তুগিজ প্রভৃতি জাতিসত্ত্বার সংমিশ্রণ ঘটে যা এখনো চলমান। (সূত্র: বাংলাপিডিয়া ও বাঙালির ইতিহাস : নিহারঞ্জন রায়)