সঠিক উত্তর হচ্ছে: লেখাপড়া কর, নতুবা ফেল করবে
ব্যাখ্যা: একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের অথবা বাক্যস্থিত একটি পদের সঙ্গে অন্য একটি পদের সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায়, তাকে সমুচ্চায়ী অব্যয় বা সম্বন্ধবাচক অব্যয় বলে। যেমন: সংযোজক অব্যয়: ও, এবং, তাই, আর, অধিকন্তু, সুতরাং ইত্যাদি।\n