সঠিক উত্তর হচ্ছে: ম্যাঙ্গানিজ অক্সাইড ও কার্বন পাউডার
ব্যাখ্যা: শুষ্ক কোষ (Dry Cell) \r\n◆━━━━━━━▣✦▣━━━━━━━━◆\r\n? ড্রাই সেল বা শুষ্ক কোষে কার্বন দণ্ড ইলেকট্রন দান করে। কার্বন দণ্ডের চারপার্শ্বে কঠিন ম্যাঙ্গানিজ ডাই-অক্সাইড (MnO₄) এবং কার্বন গুড়ার মিশ্রণ থাকে। কোষটির চারপার্শ্বে অ্যামােনিয়াম ক্লোরাইডের (NH₄Cl) এর পেস্ট থাকে। NH₄Cl বিদ্যুৎ উত্তেজক হিসাবে এবং MnO₂ ছদন নিবারক হিসাবে কাজ করে। এই জিনিসটিকে বাজারে ব্যাটারি নামে ডাকা হয়। \r\n◆━━━━━━━▣✦▣━━━━━━━━◆