সঠিক উত্তর হচ্ছে: উৎকর্ষ
ব্যাখ্যা: \'উৎকর্ষ\' (উৎ + √কৃষ্ + অ) প্রত্যয় সাধিত শব্দ, এটি বিশেষ্য। আর এর সাথে \'তা\' (বিশেষ্য) প্রত্যয় যুক্ত করলে \'উৎকর্ষতা\' হয় যা বিশেষ্যের দ্বিত্ব প্রয়োগ অর্থাৎ বাহুল্য দোষ। সুতরাং \'উৎকর্ষতা\' শব্দটি ভুল। \'উৎকৃষ্ট\' (উৎ + √কৃষ্ + ত) প্রত্যয় সাধিত শব্দ, এটি বিশেষণ।