সঠিক উত্তর হচ্ছে: ট্রানজিস্টর
ব্যাখ্যা: ট্রানজিস্টর
\n? ট্রানজিস্টর আবিষ্কারের সময় থেকে ইলেক্ট্রনিক্সের যাত্রা শুরু হয়।
\n? ট্রানজিস্টর হলো p-টাইপ এবং n-টাইপ সেমি কন্ডাক্টর দিয়ে তৈরি এক ধরনের ডিভাইস যেটি তার ভিতর দিয়ে বিদ্যুতের প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারে। p-n-p এবং n-p-n দু ধরনের ট্রানজিস্টর রয়েছে।
\n? ১৯৪৭ সালে বেল ল্যাবরেটরিতে প্রথম ট্রানজিস্টর তৈরি করা হয়। এই আবিষ্কারের জন্য জন বারডিন, ওয়াল্টার ব্রাইটেইন এবং উইলিয়াম শকলিকে নোবেল পুরস্কার দেওয়া হয়।
\n? অর্ধ পরিবাহক হিসেবে ব্যবহৃত হয়- জার্মেনিয়াম।
\n? ট্রানজিস্টর ভ্যাকুয়াম টিউবের মতোই কাজ করতে পারে কিন্তু ভ্যাকুয়াম টিউবের তুলনায় এটি অল্প ক্ষুদ্র, ওজন খুবই কম, এটি ব্যবহার করতে খুব অল্প বিদ্যুতের প্রয়োজন হয়।
\n? ট্রানজিস্টর ব্যবহারের ফলে পৃথিবীর মানুষ স্বল্প মূল্যে ইলেকট্রনিকস যন্ত্রপাতি পেতে শুরু করল। ট্রানজিস্টরের গঠন অনেকটা স্যান্ডউইচের মতো।