সঠিক উত্তর হচ্ছে: ১৮৩৯
ব্যাখ্যা: বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা ‘সংবাদ প্রভাকর’ ঈশ্বরচন্দ্র গুপ্ত -এর সম্পাদনায় প্রথম সাপ্তাহিক হিসাবে ১৮৩১ সালের ২৮ জানুয়ারি (১৬ মাঘ, ১২৩৭) প্রকাশিত হয়। পরর্তীতে, ১৮৩৬ সালের ১০ আগস্ট ( ২০ শ্রাবণ, ১২৪৩) তারিখ থেকে বারত্রয়িক অর্থাৎ সপ্তাহে তিন দিন প্রকাশিত হতে থাকে। ১৯৩৯ সালের ১৪ জুন তারিখে এটি সর্বপ্রথম দৈনিক আকারে প্রকাশিত হয়। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।