সঠিক উত্তর হচ্ছে: ষাঁড়
ব্যাখ্যা: বাংলা ভাষার কিছু শব্দ সংস্কৃত থেকে কিঞ্চিত পরিবর্তিত আকাকে ব্যবহৃত হয় তাদের অর্ধ-তৎসম শব্দ বলে । যেমনঃ জ্যোছনা, ছেরাদ্দ, গিন্নী, বোষ্টম, কুচ্ছিত, মিষ্টি, ষাঁড় ইত্যাদি । [তথ্যসুত্রঃ বাংলা ভাষার ব্যকরণ - নবম দশম শ্রেনী - পৃষ্ঠা নং ০৪]