সঠিক উত্তর হচ্ছে: ৩ বছরের জন্য
ব্যাখ্যা: আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (International Court of Justice) মূলত আন্তর্জাতিক আদালত নামে পরিচিত। \nএটির সদর দপ্তর হেগ, নেদারল্যান্ডে। \nএটির প্রধান কাজ স্বাধীন রাষ্ট্রসমূহের মধ্যে আইনী বিরোধ নিষ্পত্তি করা এবং বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে আইন বিষয়ে পরামর্শ মতামত দেয়া।\nজাতিসংঘ দ্বারা ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়। আদালত ১৯৪৬ সালে কার্যক্রম শুরু করে। \nআন্তর্জাতিক আদালত ৯ বছর মেয়াদি ১৫ জন বিচারক দ্বারা পরিচালিত। \nপ্রতি ৩ বছর পর পর প্রেসিডেন্ট নিয়োগ দেওয়া হয়। \nবর্তমান প্রেসিডেন্ট ফ্রান্সের রনি আব্রাহাম (৬ ফেব্রুয়ারি ২০১৫ থেকে)।