সঠিক উত্তর হচ্ছে: ২৬শে আগস্ট, ১৭৮৯
ব্যাখ্যা: ফরাসি সংবিধান সভা মূল সংবিধান রচনার আগে ফ্রান্সের সংবিধানের ভিত্তি ও আদর্শ কী হবে তার উপর একটা ঘােষণাপত্র লিপিবদ্ধ করে। এটিই ব্যক্তি ও নাগরিকের অধিকারপত্র ঘােষণা ( Declaration of the Right of Man and Citizen ) নামে খ্যাত । এটিকে ১৭৯১ খ্রিস্টাব্দের ফরাসি সংবিধানের মুখবন্ধও বলা হয়ে থাকে ।