সঠিক উত্তর হচ্ছে: সমস্যমান পদ
ব্যাখ্যা: যে কয়েকটি পদ মিলে সমাস হয় তাদের সমস্যমান পদ বলে। যেমন—বিলাত হতে ফেরত= বিলাতফেরত। এখানে \'বিলাত\' ও \'ফেরত\' পদ দুটো সমস্যমান পদ।\nআবার, সমাস নিস্পন্ন পদটিকে বলা হয় সমস্ত পদ। যেমন, বিলাতফেরত এখানে সমস্ত পদ। \nএবং, সমস্ত পদকে ভেঙ্গে যে বাক্যাংশ করা হয় তাকে ব্যাস বাক্য বলে। এখানে, বিলাত হতে ফেরত হলো ব্যাসবাক্য। \n\nসোর্সঃ মাধ্যমিক বাংলা ব্যাকরন