সঠিক উত্তর হচ্ছে: কৃদন্ত পদ
ব্যাখ্যা: ধাতুর সঙ্গে কৃৎ প্রত্যয় যুক্ত হলে শব্দ তৈরি হয়। এইভাবে ধাতু ও কৃৎ প্রত্যয়ের যোগে গঠিত শব্দগুলিকে কৃদন্ত পদ বা কৃদন্ত শব্দ বলে। √পড় + উয়া = পড়ুয়া, √নাচ + উনে = নাচুনে। এখানে \'পড়ুয়া\' এবং \'নাচুনে\' কৃদন্ত পদ\n [সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- সৌমিত্র শেখর।]