সঠিক উত্তর হচ্ছে: কেতা, তা, পাটি
ব্যাখ্যা: বিশেষ অর্থে ব্যবহৃত নির্দেশক ; কেতা, তা, পাটি : এগুলো বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপনে ব্যবহৃত হয়। যেমন-\nকেতা : এ তিন কেতা জমির দাম দশ হাজার টাকা মাত্র। দশ টাকার পাঁচ কেতা নোট।\nতা : দশ তা কাগজ দাও।\nপাটি : আমার এক পাটি জুতো ছিঁড়ে গেছে।