সঠিক উত্তর হচ্ছে: সংশপ্তক
ব্যাখ্যা: \'সংশপ্তক\' শহীদুল্লাহ্ কায়সার রচিত একটি এপিকধর্মী উপন্যাস। উপন্যাসটিতে যুগচেতনা, শিল্পচেতনা এবং জীবন চেতনার সমন্বয় ঘটেছে। এছাড়া \'সূর্যগ্রহণ\' জহির রায়হান রচিত একমাত্র গল্পগ্রন্থ। \'বরফগলা নদী\',\' হাজার বছর ধরে\' জহির রায়হান রচিত উপন্যাস। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা লেখকঃ সৌমিত্র শেখর ]