সঠিক উত্তর হচ্ছে: পরকে আপন করার চেষ্টা
ব্যাখ্যা: বাগধারা ভাষাকে সংক্ষিপ্ত করে, ভাবের ইঙ্গিতময় প্রকাশ ঘটিয়ে বক্তব্যকে রসমধুর করে উপস্থাপন করে। এদিক থেকে বাগধারা বাংলা সাহিত্যের বিশেষ সম্পদ।\nযেমনঃ\nখিচুড়ি পাকানো=জটিল করা\nগরজ বড় বালাই = প্রয়োজনে গুরুত্ব\nঘর থাকতে বাবুই ভেজা= সুযোগ থাকতে কষ্ট\nচোখে সাতার পানি= অতিরিক্ত মায়াকান্না\nছেড়া চুলে খোপা বাধা= পরকে আপন করার বৃথা চেষ্টা\nদুধে ভাতে থাকা = সুখে থাকা\nনাড়ির টান = গভীর মমত্ববোধ\nপালের গোদা = দলপতি\nইত্যাদি\n[তথ্যসূত্রঃ ভাষা-শিক্ষা, ড. হায়াত মামুদ]