সঠিক উত্তর হচ্ছে: অলুক দ্বন্দ্ব
ব্যাখ্যা: “কোলে ও পিঠে = কোলেপিঠে” এটি অলুক দ্বন্দ্ব সমাস।\nযে দ্বন্দ্ব সমাসে কোনো সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না, তাকে অলুক দ্বন্দ্ব বলে। যেমন: দুধে-ভাতে, জলে-স্থলে, দেশে-বিদেশে, হাতে-কলমে।\nতথ্যসূত্রঃ নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ