সঠিক উত্তর হচ্ছে: কাহ্নপা
ব্যাখ্যা: চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কাহ্নপা। তার রচিত ১৩টি পদের মধ্যে ১২ টি পাওয়া গেছে, ১টি পাওয়া যায়নি। তার রচিত পদগুলো - ৭, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৮, ১৯, ২৪ (পাওয়া যায় নি), ৩৬, ৪০, ৪২, ৪৫। [সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]