নিচের অপশন গুলা দেখুন
- ফারসি
- তুর্কি
- পর্তুগিজ
- আরবি
বংলায় আগত আরবি শব্দগুলো কয়েক ভাগে ভাগ করা যায়।
এক. প্রশাসনিক ও আইন-আদালত সম্পর্কীয় শব্দ। যেমন—আরজি, আলামত, উকিল, এজলাস, কসম, কানুন, খারিজ, মৌজা, মহকুমা, রায়, হাজত ইত্যাদি।
দুই. ধর্ম সম্পর্কীয় শব্দ। যেমন—আল্লাহ, আখিরাত, ঈদ, ইমান, কিয়ামত কোরআন, কুরবানি, জান্নাত, জাহান্নাম, তওবা ইত্যাদি।
তিন. শিক্ষা-সংক্রান্ত শব্দ। যেমন—উস্তাদ, কলম, কিতাব, কুরসি, খাতা, গায়েব, তরজমা, দাখিল, দোয়াত, নগদ, মুন্সি, হাজির ইত্যাদি।
চার. সংস্কৃতি ও বিবিধবিষয়ক শব্দ। যেমন—আক্কেল, আদম, আদাব, আতর, অজু, কবর, কিসমত, খাস, তাওফিক, তাসলিম, তাজ্জব, তামাদ্দুন, তালিম, তাহজিব, দুনিয়া, বিদায়, মজলিস, মনজিল, মাকসুদ, মাহফিল, হাশর ইত্যাদি। সূত্রঃ কালের কণ্ঠ।