সঠিক উত্তর হচ্ছে: জিবিকে হাইব্রিড ধান-২
ব্যাখ্যা: আমন ও বোরো মৌসুমের মধ্যবর্তী সময় আউশ আবাদের মাধ্যমে অতিরিক্ত শস্য আবাদের সুযোগ রয়েছে কৃষকের। কিন্তু ভালো জাতের অভাব থাকায় আউশ ধান আবাদে খুব একটা আগ্রহী হচ্ছেন না কৃষক। কৃষকের এ চাহিদা পূরণে আউশে আবাদযোগ্য ধানের প্রথম হাইব্রিড জাতের অনুমোদন দিয়েছে সরকার। জাতীয় বীজ বোর্ডের ৯৮তম সভায় তিনটি জেলায় জিবিকে হাইব্রিড ধান-২ নামের আউশে চাষযোগ্য ওই ধানের জাত আবাদের অনুমতি দেয়া হয়েছে।