‘ঙ ’ ধ্বনিটির সঠিক উচ্চারণ কি ?
যেমন: ঙ-এর উচ্চারণ উঙো কিন্তু ব্যবহারিক উচ্চারণ ভিন্ন ভিন্ন হয়। অনেক সময় বিসর্গুক্ত আবেগ জাতীয় ধ্বনি হ-এর মতো উচ্চারিত হয়। পদের মধ্যে বা অন্তে ম-ফলা সংযুক্ত বর্ণের দ্বিত্ব উচ্চারণ হয়ে থাকে। তবে এই 'ম' যেহেতু অনুনাসিক ধ্বনি সেজন্যে দ্বিত্ব উচ্চারিত শেষ ধ্বনিটি সাধারণত সামান্য নাসিক্য-প্রভাবিত হয়।