সঠিক উত্তর হচ্ছে: চৌরসন্ধি – জলাঙ্গী - পতঙ্গ পিঞ্জর
ব্যাখ্যা: আনন্দমঠ - দেবী চৌধুরাণী - সীতারাম হলো বঙ্কিমচন্দ্র চট্টোধ্যায়ের ত্রয়ী উপন্যাস। ধাত্রীদেবতা – গণদেবতা - পঞ্চগ্রাম হলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস। ভাওয়াল গড়ের উপাখ্যান - পদ্মা মেঘনা যমুনা - সংকর সংকীর্তন হলো আবু জাফর শামসুদ্দিন রচিত ত্রয়ী উপন্যাস। অন্যদিকে শওকত ওসমান রচিত চৌরসন্ধি - জলাঙ্গী - পতঙ্গ পিঞ্জর ত্রয়ী উপন্যাস নয়। (সূত্রঃ Hello BCS লেকচার)