সঠিক উত্তর হচ্ছে: ধর্মমঙ্গল কাব্য
ব্যাখ্যা: ধর্মমঙ্গল কাব্য দুটি পালায় বিভক্ত- রাজা হরিশচন্দ্রের গল্প এবং লাউ সেনের গল্প। ধর্মমঙ্গল কাব্য ধারার প্রথম কবি ময়ূরভট্ট। তাঁর রচিত গ্রন্থের নাম - হাকন্দপুরাণ। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (লেখকঃ ড. সৌমিত্র শেখর) ]