সঠিক উত্তর হচ্ছে: আ + ঈ = এ
ব্যাখ্যা: স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে।\nঅর্থাৎ, স্বরসন্ধিতে অংশগ্রহণকারী ধ্বনিগুলির দুটিকেই স্বর হতে হবে। \nস্বরসন্ধির সূত্রঃ\nঅ/আ + ই/ঈ = এ\nযেমনঃ মহা + ঈশ = মহেশ (আ+ঈ)\nগণ + ইন্দ্র = গণেন্দ্র (অ+ই)\nইত্যাদি\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ বই ]