সঠিক উত্তর হচ্ছে: সু+আগত
ব্যাখ্যা: ”স্বাগত” শব্দের সন্ধি বিচ্ছেদ = সু + আগত।
\nউ-কার কিংবা ঊ-কারের পর উ-কার ও ঊ-কার ভিন্ন অন্য থাকলে উ বা এ স্থানে ব ফলা হয় এবং লেখার সময় ব ফলা পূর্ববর্তী বর্ণের সাথে লেখা হয়। যেমন : তনু + ঈ = তন্বী, অনু + এষণ= অন্বেষণ।