সঠিক উত্তর হচ্ছে: জন ইসনার
ব্যাখ্যা: জয়ের ধারাবাহিকতা ধরে রেখে জন ইসনার মিয়ামি ওপেনের ফাইনালে আলেকজান্ডার জাভরেভকে হারিয়ে দোর্দণ্ড প্রতাপে শিরোপা জিতলেন তিনি।\n শিরোপার লড়াইয়ে ক্যান্ডন পার্কে মুখোমুখি হন ইসনার-জাভরেভ; যেখানে জার্মান প্রতিদ্বন্দ্বীকে ৬-৭, ৬-৪, ৬-৪ গেমে পরাভূত করেন মার্কিন টেনিস সেনসেশন। \nএ নিয়ে ক্যারিয়ারে তৃতীয়বারের মতো মাস্টার্সের শিরোপা জিতলেন ইসনার। এর সুবাদে বিশ্ব টেনিস র্যাংকিংয়ের নবম স্থানে উঠে গেছেন তিনি।