সঠিক উত্তর হচ্ছে: নিঃ+ঠা
ব্যাখ্যা: বিসর্গসন্ধি ব্যঞ্জন সন্ধির অন্তর্গত। বিসর্গ সন্ধির প্রকারভেদগুলো হচ্ছেঃ র জাত বিসর্গ এবং স জাত বিসর্গ। বিসর্গসন্ধি র্ ও স্ এর সংক্ষিপ্ত রূপ। যেমন, আশীর্বাদ = আশীঃ + বাদ আশীঃ = আ+শ্+ঈ+ঃ ; বাদ = ব্+আ+দ্+অ এখানে ’ ঃ\' এবং \'ব\' মিলে \'র্\' হচ্ছে।