সঠিক উত্তর হচ্ছে: ৮%
ব্যাখ্যা: বাংলা ভাষার শব্দসম্ভারকে পণ্ডিতরা উৎপত্তি গত ভাবে ৫ ভাগ করেছেন। যেমন—তৎসম শব্দ, তদ্ভব শব্দ, অর্ধতৎসম শব্দ, দেশি শব্দ ও বিদেশি শব্দ। রাজনৈতিক, ধর্মীয়, সংস্কৃতিগত ও বাণিজ্যিক কারণে বাংলাদেশে আসা বিভিন্ন ভাষাভাষী মানুষের বহু শব্দ বাংলায় এসে স্থান করে নিয়েছে। এসব শব্দকে বলা হয় বিদেশি শব্দ।\nড.এনামুল হকের মতে প্রায় ৮% বিদেশি শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয়। \n