সঠিক উত্তর হচ্ছে: ১৯৯৯ সালে
ব্যাখ্যা: ১৯৯৯ সালে বাংলাদেশ সরকার আটটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করে। এগুলো হল সেন্টমার্টিন দ্বীপ, কক্সবাজার ও টেকনাফ উপকূলবর্তী এলাকা, সোনাদিয়া দ্বীপ, হাকালুকি হাওর, টাঙ্গুয়ার হাওর, মারজাত বাঁওড়, গুলশান-বারিধারা লেক এবং সুন্দরবন। এছাড়াও ২০০৯ সালে রাজধানী ঢাকার নিকটবর্তী বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু ও তুরাগ- এ চারটি নদীও সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষিত হয়। এসব এলাকার বিদ্যমান ঝুঁকিগুলো দূর করে বা যথাসম্ভব কমিয়ে সেখানকার পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ সর্বাধিক গুরুত্ব পেয়ে থাকে।