সঠিক উত্তর হচ্ছে: আবার তোরা মানুষ হ
ব্যাখ্যা: যে বাক্যে শ্রোতাকে কোন কাজ করতে আদেশ, উপদেশ, অনুরোধ, উপরোধ, অনুনয়, নির্দেশ, নিষেধ ইত্যাদির কোন একটি জানানো হয়, তাকে অনুজ্ঞাবাচক বাক্য বলে।\nআবার তোরা মানুষ হ বাক্যে উপদেশ মূলক হিসেবে ব্যবহৃত হয়েছে। \n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ বই]