সঠিক উত্তর হচ্ছে: এক পয়সার বাঁশি
ব্যাখ্যা: জসীমউদ্দীন (১৯০৩ - ১৯৭৬) কবি, শিক্ষাবিদ।\n\n১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে তাঁর জন্ম।\n\nপৈতৃক নিবাস একই জেলার গোবিন্দপুর গ্রামে। পিতা আনসারউদ্দীন মোল্লা ছিলেন একজন স্কুল শিক্ষক।\n\nশিশুতোষ মূলক গ্রন্থ হলো - এক পয়সার বাঁশি, হাসু ইত্যাদি।\n\nতার প্রথম কাব্য গ্রন্থ হলো - রাখালী ১৯২৭ সালে প্রকাশিত হয়।