সঠিক উত্তর হচ্ছে: ভানুয়াতু
ব্যাখ্যা: ২০১৫ এর মার্চ মাসে ভয়াবহ ঘূর্ণিঝড় পামের আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে প্রশান্ত মহাসাগরীয় ছোট দেশ ভানুয়াতু। ঝড়ের পর দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ভানুয়াতুর প্রেসিডেন্ট বল্ডউইন লন্সডেল এই ঝড়কে ‘রাক্ষুসে’ আখ্যা দিয়ে বলেছেন, দেশের বেশির ভাগ মানুষ ঝড়ে গৃহহীন হয়ে পড়েছেন। ভানুয়াতুর পাশাপাশি ঘূর্ণিঝড় পাম কিরিবাতি, সলোমন দ্বীপপুঞ্জসহ কয়েকটি দেশেও আঘাত হানে। ভানুয়াতুর উত্তর-পূর্বাঞ্চলের দেশ টুভালুতে পামের আঘাতের পর জরুরি অবস্থা জারি করা হয়েছে।