নিচের অপশন গুলা দেখুন
- সৈয়দ আলী আহসান
- নির্মলেন্দু গুণ
- হুমায়ুন আজাদ
- সুকান্ত ভট্টাচার্য
সবকিছু নষ্টদের অধিকারে যাবে - হুমায়ুন আজাদ রচিত একটি কাব্যগ্রন্থ।
- এটি ১৯৮৫ সালে প্রকাশিত এবং হুমায়ুন আহমেদ ও ইমদাদুল হক মিলনকে উৎসর্গ করেন।
তার অন্যান্য কাব্যগ্রন্থ -
- অলৌকিক ইস্টিমার;
- জ্বলো চিতাবাঘ;
- যতোই গভীরে যাই মধু, যতোই উপরে যাই নীল;
- কাফনে মোড়া অশ্রুবিন্দু;
- আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও লাইভ এমসিকিউ লেকচার।