সঠিক উত্তর হচ্ছে: পিছনে
ব্যাখ্যা: একজন মাঝি নৌকা চালানোর সময় বৈঠা দিয়ে ধাক্কা দিলে তখন সমান ও বিপরীত প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়। বৈঠা পিছনে ব্যবহারে এ প্রতিক্রিয়া বলের অনুভূমিক উপাংশ নৌকাকে সামনে এগিয়ে নিয়ে যায়। পিছনে ব্যতিত অন্য পার্শ্বে বৈঠা ব্যবহার করলে প্রতিক্রিয়া বল প্রশমিত হয়, ফলে নৌকা চলার গতি ধীর হয়।