সঠিক উত্তর হচ্ছে: আকবর আলী খান
ব্যাখ্যা: ডঃ আকবর আলি খান রচিত গ্রন্থ \'আজব ও জবর-আজব অর্থনীতি।\nআকবর আলি খান (জন্ম: ১৯৪৪) একজন বাংলাদেশী সরকারী আমলা, অর্থনীতিবিদ এবং শিক্ষাবিদ। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে তিনি হবিগঞ্জের মহুকুমা প্রশাসক বা এসডিও ছিলেন এবং যুদ্ধকালীন সময়ে সক্রিয়ভাবে মুজিবনগর সরকারের সাথে কাজ করেন।\n[তথ্যসূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় নবম দশম শ্রেণী ]