সঠিক উত্তর হচ্ছে: জাপানি
ব্যাখ্যা: \"সুনামি\" নামটি জাপানি ভাষার শব্দ থেকে উৎসারিত। জাপানি শব্দটিকে ইংরেজিতে লিখলে হয় \"Tsunami\", সে হিসেবে বাংলায়ও প্রথম প্রথম \"ৎসুনামি\" নামটি ব্যবহৃত হয়। পরে উচ্চারণগত বানান, অর্থাৎ \"সুনামি\" সর্বসম্মতভাবে গৃহীত হয়।