নিচের অপশন গুলা দেখুন
- ড. মুহম্মদ শহীদুল্লাহ্
- ড. শশিভূষণ দাশগুপ্ত
- ড. প্রবোধচন্দ্র বাগচী
- ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় ইংরেজিতে একটি বই লিখেন \'বাঙলা ভাষার উৎপত্তি ও বিকাশ\' নামে।
- ইংরেজিতে এই গ্রন্থটির নাম হলো : \'The Origin and Development of the Bengali Language\'।
- সংক্ষেপে এটিকে বলা হয় ODBL এবং এটি ১৯২৬ সালে প্রকাশিত।
- সুনীতিকুমার এই গ্রন্থে প্রমাণ করেন যে চর্যাপদ আর কারো নয়, বাঙালির এবং এর ভাষা বাংলা।
উৎস : লাল নীল দীপাবলী, হুমায়ুন আজাদ