সঠিক উত্তর হচ্ছে: লালসালু
ব্যাখ্যা: সৈয়দ ওয়ালীউল্লাহর রচিত লালসালু উপন্যাসের মূল উপজীব্য গ্রাম বাংলার মানুষের অশিক্ষা-কুশিক্ষা এবং ধর্মীয় ভন্ডামীর নিখুঁত চিত্র। এটি ফরাসি ও ইংরেজি ভাষায় অনূদিত হয়েছে। উপন্যাসের ইংরেজি অনুবাদের নাম \"Tree without roots\" । এই উপন্যাসের প্রধান চরিত্র মজিদ, জমিলা এবং আমেনা। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ডঃ সৌমিত্র শেখর]