সঠিক উত্তর হচ্ছে: ওষুধশিল্প
ব্যাখ্যা: - বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে সবথেকে বড় ওষধ রপ্তানি কারক দেশ হচ্ছে বাংলাদেশ\n- দেশে নিবন্ধিত ওষধ কোম্পানী ২৭৪ টি, চালু রয়েছে ২১৪ টি\n- ওষধের কাচামালকে \'প্রোডাক্ট অব দ্যা ইয়ার\' ঘোষনা করা হয় ২০১৮ সালে\n- মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি এপিআই পার্ক তৈরি করা হচ্ছে। \n [তথ্যসূত্রঃ দৈনিক পত্রিকা]