সঠিক উত্তর হচ্ছে: নিত্য সমাস
ব্যাখ্যা: নিত্য সমাসে সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ। তাই ব্যাসবাক্যের প্রয়োজন হয় না। যেমন : গ্রামান্তর, দর্শনমাত্র, কালসাপ ইত্যাদি। অন্যদিকে যে সমাসে বিভক্তি লোপ পায় না তাকে অলুক সমাস বলে। প্র, প্রতি, অনু প্রভৃতি শব্দের সাথে যদি কৃৎ প্রত্যয় সাধিত শব্দের সমাস হয় তাকে প্রাদি সমাস বলে। যেমন: প্রগতি, প্রবচন ইত্যাদি।