সঠিক উত্তর হচ্ছে: আমার ছেলে বেলা
ব্যাখ্যা: জসীম উদ্দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৪ মার্চ ১৯৭৬) একজন বাঙালি কবি, গীতিকার, ঔপন্যাসিক ও লেখক। \'পল্লীকবি\' উপাধিতে ভূষিত, জসীম উদ্দীন আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত প্রথম পূর্ণাঙ্গ আধুনিক কবি। তার আত্নকথা গুলো হল- যাদের দেখেছি ((১৯৫১)\n\'ঠাকুর বাড়ির আঙ্গিনায় (১৯৬১),জীবন কথা ( ১৯৬৪),স্মৃতিপট (১৯৬৪),স্মরণের সরণী বাহি (১৯৭৮),উপন্যাস [তথ্যসূত্র-বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা সৌমিত্র শেখর]