সঠিক উত্তর হচ্ছে: অদ্ভুত আঁধার এক
ব্যাখ্যা: শামসুর রাহমান মোট ৪ টি উপন্যাস লিখেছেন। অক্টোপাস, অদ্ভুত আঁধার এক, নিয়ত মন্তাজ, এলো সে অবেলায়। তার কিছু কাব্যগ্রন্থঃ প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে; রোদ্র করোটিতে, বিধ্বস্ত নীলিমা, বন্দী শিবির থেকে, আদিগন্ত নগ্ন পদধ্বনি, শূন্যতায় তুমি শোকসভা, বাংলাদেশ স্বপ্ন দ্যাখে, উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ, বুক তার বাংলাদেশের হৃদয় ইত্যাদি। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।