সঠিক উত্তর হচ্ছে: বোন
ব্যাখ্যা: সাধারণত পুরুষবাচক শব্দের সাথে বিভিন্ন স্ত্রীপ্রত্যয় যুক্ত হয়ে স্ত্রীবাচক শব্দ গঠিত হয়। তবে শব্দের শেষে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ যোগ করে পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গবাচক শব্দ গঠিত হতে পারে। যেমনঃ বোন - বোন জামাই, গয়াল - গয়াল বউ, জেলে - জেলে বউ।\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেনী বাংলা ব্যাকরণ]