সঠিক উত্তর হচ্ছে: ৪ লাইন
ব্যাখ্যা: জাতীয় সঙ্গীত ও জাতীয় প্রতিকৃতি_________________
\n? জাতীয় সঙ্গীত : \n ? বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলার প্রথম ১০ লাইন। মোট ২৫ লাইন। প্রথম ৪ লাইন রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজানো হয়।
\n ?গানটির ইংরেজি অনুবাদক সৈয়দ আলী আহসান।
\n ?সংবিধানের ৪(১) নং অনুচ্ছেদে জাতীয় সঙ্গীতের কথা উল্লেখ রয়েছে।
\n ?গানটিকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করা হয় ৩রা মার্চ, ১৯৭১ সালে।
\n ?জাতীয় সঙ্গীতের মর্যাদা লাভ করে ১৯৭২ সালের ১৬ ই ডিসেম্বর।
\n ?গানটির সুর করা হয় গগন হরকরার বাউল গানের সুর অনুসারে।
\n? সংবিধানের ৪(২) নং অনুচ্ছেদ অনুসারে জাতীয় পতাকা হবে সবুজ ক্ষেত্রের উপর লাল বর্ণের বৃত্ত। পতাকার মাপ ১০ : ৬। মানচিত্র খচিত পতাকার ডিজাইনার ছিলেন শিব নারায়ণ দাস। জাতীয় পতাকার ডিজাইনার ছিলেন কামরুল হাসান। ২রা মার্চ জাতীয় পতাকা দিবস। কারণ, ১৯৭১ সালের ২ মার্চ বিক্ষোভ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন আ.স.ম আব্দুর রব। বাংলাদেশের পতাকার সাথে মিল আছে জাপান ও পালাউ এর পতাকার।
\n? জাতীয় প্রতীক : প্রজাতন্ত্রের জাতীয় প্রতীক উভয় পার্শ্বে ধানের শীষ বেষ্টিত ভাসমান শাপলা। শীর্ষে একটি পাটগুচ্ছে পরস্পর সংযুক্ত তিনটি পাতা। উভয় পাশে দু’টি করে মোট চার (০৪) টি তারকা। জাতীয় প্রতীকের ডিজাইনার হলেন কামরুল হাসান।