সঠিক উত্তর হচ্ছে: বিনয়পূর্বক নিবেদন করি
ব্যাখ্যা: সঠিক বাক্য হলো- বিনয়পূর্বক নিবেদন করি।
অপশনের অন্য বাক্যগুলোর সঠিক রূপ হলো-
ইহা প্রমাণিত হইয়াছে;
তিনি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন;
দশের লাঠি একের বোঝা৷
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।